স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের হাসি হাসল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যাওয়া বাবর আজমের দল মঙ্গলবার আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। নিউইয়র্কে কানাডার বিপক্ষে বড় জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা কানাডা নির্ধারিত ২০ ওভারে করে ১০৬ রান। জবাব দিতে নেমে ৭ উইকেটের বড় জয়ে সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।
পাকিস্তানের স্বস্তির জয় এনে দেওয়ার নায়ক মোহাম্মদ আমির ৪ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা আমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘জয়টা অবশ্যই দরকার ছিল। পরের ম্যাচটাও জিততে হবে। তারপর দেখা যাক।’ কানাডার ইনিংসের তৃতীয় ওভারে আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম বলেই আমিরকে পয়েন্ট দিয়ে চার মারেন কানাডার ওপেনার নবনীত ধালিওয়াল। বাউন্ডারি হজমের পর টানা ৪ বল ডট দিয়ে ওভারের শেষ বলে ধালিওয়ালকে বোল্ড করেন আমির। আমির ১৭ তম ওভারে নিয়েছেন কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের উইকেট। পাকিস্তানি বাঁহাতি পেসার দুই চার হজম করলেও যে ১৩ রান দিয়েছেন, তা সম্ভব হয়েছে ১৭ বল ডট দেওয়ার কারণে। আমির বলেন, ‘পেশাদার হিসেবে আপনার দায়িত্বটা স্পষ্ট বুঝতে হবে। আমি জানি যে নতুন বল এবং শেষে ভালো বোলিং করতে হবে। সব কিছুর জন্য আমি প্রস্তুত।’
এই জয়ে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তিন নম্বরে আছে তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে ভারত শীর্ষে, যুক্তরাষ্ট্রে দুইয়ে আছে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তানের চেয়ে নেট রান রেটে পিছিয়ে চারে কানাডা। ২ ম্যাচের দুটিই হেরে তলানিতে আয়ারল্যান্ড। পাকিস্তান শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে।
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post