স্পোর্টস ডেস্কঃ ২১ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনা পেল শিরোপার স্বাদ। তরুণ মিডফিল্ডার গাভির নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা ঘরে তুলল স্প্যানিশ সুপার কাপ। রোববার রাতে সৌদি আরবের বাদশাহ ফাহাদ স্টেডিয়ামে আসরের একপেশে ফাইনালে ৩-১ গোলে জিতেছে বার্সা।
বার্সার জয়ের নায়ক গাভি। নিজে গোল করার পাশাপাশি রবার্ত লেভানডফস্কি ও পেদ্রির গোলে ভূমিকা রাখেন তিনি। শেষ বাঁশি বাজার একটু আগে রিয়ালের পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন করিম বেনজেমা। কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ।
বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদ কোচ মনে করিয়ে দিলেন লা লিগায় দুই দলের ম্যাচের কথা। গত ১৬ অক্টোবর লা লিগায় দুই দলের লড়াইয়ে রিয়াল জিতেছিল ৩-১ গোলে। মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এই ফলাফলে অপমানের কিছু নেই। অপমানজনক বলাটা হবে অসম্মানের। আমরা বার্সেলোনার কাছে হেরেছি, ঠিক যেভাবে লিগের ম্যাচে আমরা ওদেরকে হারিয়েছিলাম। তারা ভালো খেলেছে এবং জয়টা তাদের প্রাপ্য ছিল। এই তো।’
Discussion about this post