জয়নুল-টিপুর নৈপুণ্যে ৮৯ রানেই অলআউট শেখ জামাল, বড় জয় গাজীর

0
71
সংগৃহীত ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপার দৌড়ে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সেই তুলনায় কম সম্ভাবনা গাজী গ্রুপ ক্রিকেটার্সের। তবে আসরে সুপার লিগের শুরুর দিনে শেখ জামালকে মাটিতে নামিয়েছে গাজী গ্রুপ। শেখ জামালকে মাত্র ৮৯ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দলটি। যা কিনা শিরোপা ধরে রাখার মিশনে থাকা শেখ জামালের জন্য বড় ধাক্কা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শেখ জামাল। একটা সময় ৩৩.২ ওভারে মাত্র ৮৯ রানে গুঁটিয়ে যায় দলটির ইনিংস। দলের পক্ষে ওপেনার শাইফ হাসান ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ২২ রান করেন।

ফজলে মাহমুদ রাব্বি দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ বলে ২০ রান করেন। এছাড়া ১৯ রান আসে টপ অর্ডারে নামা সৈকত আলির ব্যাট থেকে। এর বাইরে অধিনায়ক নুরুল হাসান সোহানসহ বাকি আর কেউই রানের খাতা দুই অঙ্কে নিতে পারেননি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত হয়।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে জয়নুল ইসলাম ৮.২ ওভার বল করে ১ মেইডেনসহ ২৩ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট। এর বাইরে টিপু সুলতান লাভ করেন ৩ উইকেট।

৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জয়ের পথে ৩টি উইকেট হারিয়ে খানিকটা বেগ পেতে হয় দলটিকে। তবে জয় পেতে অসুবিধে হয়নি। দলের পক্ষে ওপেনার মেহেদী মারুফ একাই ৫৫ বলে ৮ বাউন্ডারিতে ৪৫ রানের ইনিংস খেলেন। এর বাইরে ১৩ রানের দুটি ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান ও ফরহাদ হোসেইন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মনির হোসেন ২টি ও পারভেজ রাসুলি ১টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here