স্পোর্টস ডেস্কঃ ভারতের কাছে পাত্তায়ই পেল না ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৩৪ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে ভারত। মেন ইন ব্লু’দের এটি টেস্টে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। আর সেই রেকর্ড গড়া জয়ে বড় অবদান যশস্বী জয়সওয়ালের। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান রবীন্দ্র জাদেজা।
রাজকোটে টেস্টের চতুর্থ দিনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। আগের দিন সেঞ্চুরি হাঁকানো জয়সওয়াল চোটের কারণে মাঠের বাইরে চলে যান। এদিন আবার ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। ২১৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অপরাজিত থেকে একেবারের মাঠ ছাড়েন এই বাঁহাতি। ২৩৬ বলের সেই ইনিংস সাজানো ছিল ১৪ বাউন্ডারি ও ১২ ছক্কার মারে। টেস্টে এক ইনিংসে ১২ ছক্কা, ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন জয়সওয়ালের দখলে।
জয়সওয়ালের সাথে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অভিষিক্ত ক্রিকেটার সরফরাজ খান। ৭২ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসেও হাঁকিয়েছিলেন ফিফটি, তবে হন রান আউট। তবে দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন। অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল।
তবে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন শুভমান গিল। ১৫১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯১ রান করে রান আউটের ফাঁদে পড়েন গিল। এই তিন জনের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৯৮ ওভারে ৪ উইকেটে ৪৩০ রান নিয়ে নিজেদের ইনিংস ঘোষণা করে ভারত। আর আগে থেকেই লিড ছিল ১২৬ রানের। সব মিলিয়ে ইংল্যান্ডের সামনে ম্যাচ জিততে লক্ষ্য দাঁড়ায় ৫৫৭ রান।
আর সেই বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে ইংলিশরা। ভারতের স্পিন বিষে নীল হয়ে শেষ পর্যন্ত ৩৯.৪ ওভারে মাত্র ১২২ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ১৫ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন দলটির দশম ব্যাটার মার্ক উড। ব্যর্থ ইংলিশদের টপ ও মিডল অর্ডার। আর এতেই বিশাল পরাজয় দেখতে হয় সফরকারীদের।
ভারতের হয়ে মাত্র ৪১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন জাদেজা। দলটির হয়ে কুলদীপ যাদব ২টি, অশ্বিন ও বুমরাহ ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয়েছিল। জবাবে খেলতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩১৯ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দুই উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম টেস্ট ইংল্যান্ড জেতার পর দ্বিতীয় ও তৃতীয় টেস্ট জিতল স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post