স্পোর্টস ডেস্ক:: মেলবোর্ন টেস্টে হেরেছে ভারত। সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালেও একধাপ এগিয়ে গেছে দলটি।হারের পর বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের দোষ খুঁজছেন ভারতীয়রা।
পঞ্চম দিনে তখনো ২১.২ ওভারের খেলা বাকী। ম্যাচ বাঁচাতে হলে ভারতকে হাতে থাকা চার উইকেট নিয়ে খেলা শেষ করতে হবে। জয়ের জন্য ২০০ রান টপকানোর পথে না হেঁটে ভারত তখন ‘ড্র’য়ের জন্য খেলছিলো। টিক তখনি টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত নেন দুর্দান্ত সাহসী এক সিদ্ধান্ত। প্রযুক্তির সহযোগিতা না নিয়েই আউট ঘোষণা করেন জয়সোয়ালকে।
ওই সময় প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে জয়সোয়ালের ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার দেন আউট দেননি। ৮৪ রানে অপরাজিত আছেন ভারতীয় ওপেনার। তখন অজি অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পড়ে শরফুদ্দৌলার।
রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। এরপর তিনি স্নিকোর সাহায্যে নেন। তখন দেখা যায় বল ব্যাটে লাগার ফলে স্নিকোতে যে লাইনগুলো বড় হয়ে ওঠে, তা হয়নি।
তবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আগের দেখাতেই আউটের সিদ্ধান্ত দেন। যাতে স্পষ্ট দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। কিন্তুু জয়সোয়াল আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। যদিও ধারাভাষ্যকাররা আম্পায়ার সৈকতের সাহসী সিদ্ধান্তের জন্য প্রশংসা করেছে। ওই ধারাভাষ্য কক্ষে থাকা কমেন্টর হার্শা ভোগলে ও মার্ক নিকোলাসরা এটাকে সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই বলেছেন।
১৮৪ রানের বড় ব্যবধানে ভারত হারের পর আম্পায়ার সৈকতের সমালোচনায় মেতেছেন ভারতীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন এই আম্পায়ারের। সিদ্ধান্তটি নিয়ে প্রম্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০