নিজস্ব প্রতিবেদকঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র সিলেট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল। এই সিরিজ দিয়ে বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে এই সিরিজে। তাই দায়িত্ব পেয়েছেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সিলেটে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার নিজেদের শেষ অনুশীলন সেরে সংবাদ সম্মেলনে আসেন নতুন ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। সেখানে তিনি জানান নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। তিনি বলেন, ‘আমরা প্রায় ১৪টি ম্যাচ খেলব। এ বছর ২টি, পরের বছর আরও ১২টি। যে ম্যাচগুলো দেশের মাটিতে হবে এগুলো জেতা খুব জরুরী। দল হিসেবে এটাই প্রথম লক্ষ্য। সাথে বাইরে কীভাবে ভালো খেলতে পারি।’
শান্ত আরও বলেন, ‘আমাদের যে বোলিং অ্যাটাক আছে, বোলিং আছে, আমরা দেশে জেতার মতো দল। আস্তে আস্তে সেই অভ্যাসও তৈরি করা দরকার। হোমে ম্যাচ জেতা আমাদের কাছে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। যেকোনো দলের বিপক্ষে। এরপর দেশের বাইরে কীভাবে অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post