স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে গোল করে রিয়ালের পয়েন্টে ভাগ বসাল তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। জমজমাট লড়াইয়ে মাদ্রিদ ডার্বি শেষ হয় ১-১ গোলের ড্র’তে। রিয়ালের হয়ে গোল করেছেন ব্রাহিম দিয়াস। আর শেষ মুহূর্তে অ্যাথলেটিকোর হয়ে সমতা ফেরান মার্কোস লরেন্তে।
জয়ের এত কাছে গিয়েও হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই খারাপ লাগছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। তবে লিগ টেবিলের শীর্ষস্থান এখনও নিজেদেরই আছে বলে খুব বেশি হতাশ হওয়ার কারণ দেখছেন না তিনি। ম্যাচ শেষে এই কোচ বলেন, ‘আমাদের দিক থেকে ম্যাচটা ভালো ছিল, খেলা আমরা নিয়ন্ত্রণ করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা শেষ মুহূর্তে গোল হজম করলাম। আমরা ভালো খেলেছি, জয় আমাদের প্রাপ্য ছিল, তাই অভিযোগ করারও কিছু নেই। আমরা লিগ টেবিলের শীর্ষে আছি এবং আগামী শনিবার বড় এক ধাপ এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পাব। দলকে শান্ত থাকতে হবে।’
ড্রয়ের পরেও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচ খেলে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা, ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। চার নম্বরে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৮।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post