জয়ের কাছে পাকিস্তান, লড়াইয়ে আছে শ্রীলঙ্কা

0
63

স্পোর্টস ডেস্কঃ গল টেস্টে লড়ছে শ্রীলঙ্কা। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৮৩ রান, লঙ্কানদের চাই ৭ উইকেট। বুধবার সফরকারীদের ১৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিমুথ করুনারত্নের দল। সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

রান তাড়ায় আবদুল্লাহ শফিক টিকতে পারেননি বেশিক্ষণ। বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড হন তিনি। শান মাসুদও এবার টেকেননি। জয়াসুরিয়াকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় তিনি ধরা পড়েন শর্ট লেগে। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে নুমান আলি ফেরেন রান আউটে।

তবে দিনের শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি ইমাম-উল-হক ও বাবর আজম। ইমাম ২৫ ও অধিনায়ক বাবর ৬ রানে খেলছেন। এর আগে ১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২০ রান করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন আবরার আহমেদ।

কুশল মেন্ডিসও টিকতে পারেন নি। তাকে আউট করেন নোমান। আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দ্রুতই বিদায় করেছেন আঘা সালমান। ৫২ রান করা মাদুশঙ্কাকে ফিরিয়ে পাকিস্তানকে বিপদ মুক্ত করেন নোমান। এরপর দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান।

চান্দিমাল আউট হয়েছেন ২৮ রানে। উইকেটকিপার ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে ১১ রানের বেশি করতে দেননি সালমান। ধনাঞ্জয়া ৭১ বলে হাফ সেঞ্চুরি করেন। ৪২ রান ফিরে যান মেন্ডিস। শেষ পর্যন্ত ২৭৯ রানে অল আউট হয় শ্রীলঙ্কা, তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। পাকিস্তানের হয়ে আবরার ও নোমান তিনটি এবং আফ্রিদি ও সালমান নিয়েছেন দুটি করে উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here