জয়ের পর দুশ্চিন্তার কথা জানালেন স্কালোনি

0
148

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার একাধিক ফুটবলার চোটে রয়েছেন। ক্রিশ্চিয়ান রোমেরো, পাওলো দিবালা আরব আমিরাতের বিপক্ষে বুধবারের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে ছিলেন না। পূর্ণ ফিট নয় লেফটব্যাক মার্কোস আকুনিয়া ও ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস।

বুধবার আরব আমিরাতের বিপক্ষে লিওনেল স্কালোনির শিষ্যরা জিতেছে ৫-০ গোলে। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন ডি মারিয়া। বাকি দুই গোলের একটি করে করেছেন মেসি এবং হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে গোলের খাতায় না লেখান জোয়াকিন কোরেয়া

৫ গোলের জয়ে নিজেদের অপরাজেয় যাত্রা ৩৬ ম্যাচে নিয়ে গেল আর্জেন্টিনা। ইতালির সবচেয়ে বেশি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আছে ব্রাজিল ও স্পেনের।

জয়ের পর সংবাদ সম্মেলনে চোটের দুশ্চিন্তার কথাই জানালেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, ‘আমরা ছোটখাটো সমস্যায় পড়েছি। এখনো কিছুদিন সময় আছে (স্কোয়াডে পরিবর্তনের জন্য)। আমরা পাল্টাতে পারব, যদিও আশা করছি, সেটা যেন না করতে হয়, তবে সম্ভাবনা আছে।’

স্কালোনি আরো বলেন, ‘আমি বলছি না যে তারা (যাদের চোটের সমস্যা) স্কোয়াডের বাইরে থাকবে। প্রস্তুতি ম্যাচে কয়েকজনকে দলে নেওয়া হয়নি। কারণ, তারা খেলার মতো ফিট ছিল না এবং ঝুঁকি ছিল। তাই নিশ্চয়তা দিতে পারছি না যে তারা ঠিক আছে। এমনিতে ঠিক আছে কিন্তু সাবধান থাকতে হবে।’

আসন্ন বিশ্বকাপে মেসিরা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আমেরিকা মহাদেশের মেক্সিকো। আর ১ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here