স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। ফিফটির দেখা পেয়েছেন জাকির হাসান। ফিফটি না পেলেও ঝড়ো ইনিংস খেলেছেন সৌম্য। তবে দলের রান শেষের দিকে তিনশ পার হয়েছে শেখ মেহেদীর এক ক্যামিও ইনিংসে।
কলম্বোর পি সারা ওভালে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে দলে শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৪ রানের মধ্যে তিন গুরুত্বপূর্ণ ব্যাটার তানজিম তামিম (৯), নাঈম শেখ (১৮) ও অধিনায়ক সাইফ হাসানকে (৪) হারায় টাইগাররা। এরপর দলের হাল ধরেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।
এই দুজনে মিলে ১১৭ রানের দারুণ এক জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার পাশাপাশি দলকে ভালো অবস্থানে নিয়ে যান। দলীয় রান দেড়শ পার হতেই প্যাভিলিয়নের পথ ধরেন জাকির। তবে এর আগে ৬২ রানের বেশ কার্যকরী ইনিংস খেলে যান তিনি। এই বাঁহাতি আসরে নিজের প্রথম ফিফটি হাঁকানো ইনিংসটি সাজান ৭২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কার মারে।
এরপর উইকেটে এসে জয়ের সাথে জুটি বাঁধেন সৌম্য সরকার। দুজনে বেশ ভালোভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ইনিংস। তবে দলের রান দ্রুত বাড়াতে গিয়ে ৪১তম ওভারের শেষ বলে মোহাম্মদ ইব্রাহিমকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য। আউট হওয়ার আগে খেলে যান ৪২ বলে ৩টি করে চার ও ছয়ের মারে ৪৮ রানের ঝড়ো ইনিংস। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সৌম্যের স্ট্রাইক রেট ছিল ১১৪’র বেশি। জয়ের সাথে ভেঙে যায় ৭৯ রানের জুটি।
সৌম্যের বিদায়ের পর সেঞ্চুরির দিকে ছুটতে গিয়ে জয় খানিকটা ধীর-স্থির হয়ে খেলছিলেন। এতে করে রানের চাকাও ধীর গতির হয়ে পড়ে। উইকেটে আসা আকবর আলিও কিছু করতে পারেননি। মাত্র ৪ রান করে বিদায় নিয়েছেন। এরপর শেখ মেহেদী নেমে ঝড় তুলেন। অপরপ্রান্তে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি পূরণ করেই প্যাভিলিয়নের পথ ধরেন জয়। ইনিংসের শেষ দিকে এসে আউট হওয়া জয় ১১৪ বলে ১২ বাউন্ডারি ও ২ ছক্কার মারে খেলেন ১০০ রানের ইনিংস।
শেষের দিকে শেখ মেহেদী ও রাকিবুল হাসানের অবিচ্ছিন্ন ২২ বলে ৪১ রানের ঝড়ো জুটিতে ভর করে দলীয় রান তিনশ পার করে বাংলাদেশ। ১৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন মেহেদী। ১২ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান করে অপরাজিত থাকেন রাকিবুল।
আফগানদের হয়ে একাই ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সেলিম।
জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ৩০৯ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post