স্পোর্টস ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচে হেরে বসে ভারত। তারপর টানা চারটি জিতে সিরিজ শেষ করল শুবমান গিলের নেতৃত্বাধীন দল। আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৪২ রানে। হারারেতে রোববার ১৬৭ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১২৫ রানে গুটিয়ে দেয় সফরকারীরা।
ভারতের করা ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় ১২৫ রানে। ৪২ রানের ব্যবধানে ম্যাচ জেতে ভারত। সেই সুবাদে তারা ৪-১ ব্যবধানে সিরিজের নিজেদের করে নেয়। ভারতের হয়ে মুকেশ কুমার ৩.৩ ওভারে ২২ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। এটি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। ব্যাটে বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন শিভম দুবে। সিরিজ সেরার পুরষ্কার জেতেন ওয়াশিংটন সুন্দর।
আগে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সোয়াল ১৩ রান করে সাজঘরে ফেরেন। অভিষেক শর্মা (১৪) এবং শুভমন গিল (১৩) অল্প রানেই আউট হয়ে যান। সেখান থেকে ভারতের হয়ে ইনিংস গড়ার কাজ করেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। তাঁরা মিলে ৬৫ রানের জুটি গড়েন। পরাগ ২২ রান করে আউট হয়ে গেলেও সঞ্জু করেন ৫৮ রান। শেষদিকে দুবের ১২ বলে ২৬ রান ভারতকে ১৬৭ রানে পৌঁছে দেয়। ১৯ রানে ২ উইকেট নেওয়া ব্লেসিন মুজারাবানি ছিলেন জিম্বাবুয়ের সেরা বোলার। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ডিওন মেয়ার্সের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৪ রান। শেষদিকে ফারাজ আকরামের ঝড়ো ২৭ রান হারের ব্যবধান কমিয়েছে শুধু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post