স্পোর্টস ডেস্কঃ ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
প্রথম কোয়ার্টারে গোল পায় নি বাংলাদেশ। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার। তবে দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। স্বাগতিকদের কোণঠাসা করে দুই মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে বিরতিতে যায় তারা। ২২তম মিনিটে তাসিন আলী এগিয়ে নেওয়ার পর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।
‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ যথাক্রমে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। ১০ দেশের এই টুর্নামেন্ট থেকে চারটি দল যাবে জুনিয়র বিশ্বকাপে। যারা পয়েন্ট তালিকার সবার উপরে থাকবে। বাংলাদেশের সামনে ভালো একটা সুযোগ আছে বিশ্বকাপে কোয়ালিফাই করার।
এদিকে ওমান-বাংলাদেশ লড়াই মানে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াই। ২০১৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুই দেশ পড়েছিল একই গ্রুপে। আর সে প্রতিযোগিতায় গ্রুপ ম্যাচে বাংলাদেশ ৫–৪ গোলে হারিয়েছিল ওমানকে।
গত জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপের ফাইনালেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দু’দলের। সেবার নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে অমিমাংসিতভাবে শেষ হলে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। আর সে লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ৭–৬ গোলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post