নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সিলেট। নিজেদের প্রথম ম্যাচে জেলা জেলা দল ৩রানে হারিয়েছে জামালপুর জেলা দলকে।
সাতক্ষীরা স্টেডিয়ামে আগে ব্যাট করা সিলেট জেলা দল ১৩৩ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা জামালপুর জেলা দল ১৩০ রান তুলতে সমর্থ হয়।
টস জিতে ব্যাট করতে নামা সিলেট জামালপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাজহারুল হক মাজেদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন তোফায়েল। হাসানের ব্যাট থেকে আসে ১৯ রান।
জামালপুরের হয়ে প্রত্যয় ৫টি উইকেট লাভ করেন।
১৩৪ রানের টার্গেটে খেলতে নামা জামালপুর সিলেটের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ১৩০ রান তুলে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন প্রত্যয়। ১৫রান করেন জনি। ১৪ রান করেন মমিন।
সিলেটের হয়ে মাহবুবু হাসান ৪টি, সফর, কামরুলরা ২টিকরে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post