স্পোর্টস ডেস্কঃ মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে বিসিবি ও প্রাইম ব্যাংকের যৌথাভাবে গঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। মুম্বাই সফরত বাংলাদেশের যুবারা তাদের পারফর্ম্যান্সের দাপট ধরে রেখেছে বেশ দারুণভাবে।
৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারেই মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে পড়ে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। দলের পক্ষে ৭৪ বলে ৮ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫৩ রান করেন অজিত যাদব। ৩১ রান আসে অধিনায়ক প্রতীক যাদবের ব্যাট থেকে। এর বাইরে ২২ রান করেন আর্যরাজ নিকম।
বাংলাদেশের হয়ে নিজের লেগ স্পিন নৈপুণ্য দেখিয়েই যাচ্ছেন শেখ ইমতিয়াজ শিহাব। চার দিনের ম্যাচে স্পিন ঘূর্ণির পর এবার ওয়ানডেতেও পারফর্ম করছেন। ৪.৩ ওভার বল করে ১ মেইডেনসহ মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন শিহাব। এছাড়া সানজিদ মজুমদার ৩ উইকেট ও আজিজুল হাকিম তামিম ২ উইকেট লাভ করেন।
১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীর-স্থির হয়ে খেলে টাইগার যুবারা। যদিও দ্রুত কিছু উইকেট হারিয়ে শঙ্কা তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত ৩১ বল বাকি থাকতেই ৪৪.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ৮০ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দেবাশীষ সরকার দেবা। এছাড়া ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৯ রান করেন অধিনায়ক জাওয়াদ আবরার। কালাম সিদ্দিকীর ব্যাট থেকে আসে ২৫ রান।
মুম্বাইয়ের হয়ে অজিত যাদব ৩টি, জেনিত সচদেব ও আর্যরাজ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা