নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড। সিলেটে বিসিবি একাদশকে বৃষ্টি আইনে ৭৮ রানে হারিয়েছে তারা। বুধবার আগে ব্যাট করে ২৫৫ রান করে আইরিশরা। বৃষ্টি বাঁধায় ৪০ ওভারে নেমে আসা ম্যাচে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৫৯। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইয়াসির আলী রাব্বির দল।
২৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে দলীয় ৩৫ রানে সেট হয়েও গ্রাহাম হিউমের বলে আউট হন ওপেনার জাকির হাসান। আউট হওয়ার আগে ১৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার, সঙ্গী ছিলেন ব্যাটার আশফাক আহমেদ রোহান। দলীয় ৭৯ রানে আউট হন রোহান। এরপরই ঘটে ছন্দপতন। একে একে আউট হন শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার এবং ইয়াসির আলী রাব্বী।
৪৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য। ২ ছক্কা ও ৭ চারে এই ইনিংস সাজান তিনি। ইয়াসির আলী করেন মাত্র ৩ রান। দিপুর ব্যাট থেকে আসে ২ রান। দলীয় ৯৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বিসিবি একাদশ। এরপর দলের হাল ধরেন দুই ব্যাটার আকবর আলী এবং শামীম পাটোয়ারি। তবে দলীয় ১৪০ রানে আকবর ফিরলে আবার চাপে পড়ে স্বাগতিকরা।
২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন আকবর। শামীম ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩৫ রান। রিশাদের ব্যাট থেকে আসে ১৭ রান। ৩ চার ছিল তাঁর ইনিংসে। আইরিশদের হয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিনি। ২ উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার। ১টি করে উইকেট শিকার করেছেন গ্রাহাম হিউম, ফিওন হান্ড, ম্যাথু হাম্প্রিস, গ্যারেথ ডিলানি ও হ্যারি টেকটর।
এর আগে ব্যাট করে ২৫৫ রান করে আয়ারল্যান্ড। বৃষ্টির জন্য ঘণ্টাখানেক বেশি সময় দেরিতে শুরু হওয়া ম্যাচের স্থায়িত্ব ছিল ৪৩ ওভারের। টস পর্ব শেষে খেলা শুরু হওয়ার পর আবার হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। সেখানে দারুণ ব্যাটিং করেছেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। ফিফটি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ঝড়ো ব্যাটিং করেছেন কার্টিস ক্যাম্ফার। মাত্র ৪৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। গ্যারেথ ডেলানি ২৫ বলে ৩৬ রান করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০