স্পোর্টস ডেস্কঃ যুব কাবাডি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলার যুবারা। ম্যাচ জিতেছে ৬৯-৪৩ পয়েন্টে। এর মধ্যে প্রথমার্ধে ৩৪-১৯ ব্যবধানে এগিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা।
দুই অর্ধেই দারুণ খেলেছে বাংলাদেশ দল। সব মিলিয়ে আদায় করে নিয়েছে ৩টি লোনা। এর মধ্যে প্রথমার্ধে একবার থাইল্যান্ডকে অল আউট করেছে। আর দ্বিতীয়ার্ধে দুইবার থাইল্যান্ডকে অল আউট করেছে।
ইরানে চলমান আসরে ভালো ফলাফল প্রত্যাশা করছে বাংলাদেশের যুবারা। এর আগে ২০১৯ সালে এই টুর্নামেন্টে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার আবারও মাঠে নামবে দল। যেখানে টাইগার তরুণদের প্রতিপক্ষ ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা