স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি জয় দিয়েই শিরোপা উদযাপন করলো। পেপ গার্দিওয়ালার একাধিক পরিবর্তনের দলের সঙ্গে পেরে উঠলো না চেলসি। ১-০ গোলেই হারতে হলো তাদেরকে।
প্রিমিয়ার লিগের শিরোপা আগের রাতেই নিশ্চিত হয়ে গেছে ম্যানসিটি। বোর্নমাউথের কাছে আর্সেনালের হারে শিরোপা তাদের হাতে উঠে। রোববার তাই চ্যাম্পিয়নের বেশেই মাঠে নেমেছিলো সিটি।
শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গার্দিওলা চেলসির বিপক্ষে একাধিক পরিবর্তন আনেন। তবে ম্যাচে এর ছাপ দেখায়নি চ্যাম্পিয়নরা। দুর্দান্ত খেলেছে। পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিলো।
ম্যাচের ১২ তম মিনিটেই আলভারেজের গোলে লিড নেয় ম্যানসিটি। পিছিয়ে পড়া চেলসি প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। চ্যাম্পিয়নরা ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পরও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা চেলসি। আগ্রাসী ফুটবল খেলা ম্যানসিটিও অবশ্য ব্যবধান আর বাড়াতে পারেনি। ১-০ গোলের জয়ে শিরোপা উৎসব করে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post