স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে শেষের রোমাঞ্চে ১ উইকেটের দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৩০০ রান করে আফগানরা।
জবাব দিতে নেমে শেষদিকে এসে খেই হারায় বাবর আজমের দল। তবে ১ বল বাকি থাকতে পাকিস্তানকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন নাসিম শাহ। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিতে নিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১ রানের। আফগান পেসার ফজলহক ফারুরির প্রথম বলে রান আউট হয়ে যান শাদাব। বোলার বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ব্যাটসম্যান, বল না ছেড়ে স্টাম্প ভেঙে দেন ফারুকি।
দ্বিতীয় বলে চার মারেন নাসিম। পরের দুই বলে আসে ১ রান। ৩ বলে দরকার ৬। চতুর্থ বলে আফগান ফিল্ডারের তালগোল পাকানো ফিল্ডিংয়ে হারিস রউফের ব্যাট থেকে আসে ৩ রান। পঞ্চম বল ঠিকমতো খেলতে পারেননি নাসিম, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে হয়ে যায় বাউন্ডারি।
শেষ ওভারে হেরে কষ্ট পাচ্ছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা খুবই কষ্ট পাচ্ছি, কারণ আমরা মনে করেছিলাম, যথেষ্ট রান তুলতে পেরেছি। তবে শেষ সময়ে ম্যাচটি আমাদের কাছ থেকে ওরা নিজেদের করে নিল। ৪৯তম ওভারটিতেই খেলা বদলে গেছে। সহজ কিছু বল হয়েছে ওই ওভারে, পাকিস্তানের ব্যাটাররা যা কাজে লাগিয়েছে। শেষ সময়ে আসলে আমরা চাপের মধ্যে নিয়ন্ত্রণে থাকতে পারিনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post