নিজস্ব প্রতিবেদকঃ হুট করেই গেল দুই-তিন ধরে দেশের ক্রিকেট পাড়া উত্তপ্ত। আর সেটা তামিম ইকবালকে ঘিরে। সেই তামিম এবার জরুরী এক সংবাদ সম্মেলন ডেকেছেন বৃহস্পতিবার। দুপুর ১২টায় হবে সেই সংবাদ সম্মেলন। বিসিবি বা দলের পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন নয় এটি, পুরোপুরি ব্যক্তিগত সংবাদ সম্মেলন।
বাংলাদেশ দলের খেলা নেই, আগের দিন খেলা থাকায় অনুশীলনও নেই। এছাড়া ম্যাচ শুরুর আগের দিনও সংবাদ সম্মেলন হয়েছে তামিমের। সব মিলিয়ে হুট করে কেন তামিমের এই ব্যক্তিগত সংবাদ সম্মেলন, তা নতুন জল্পনা তৈরি করেছে।
গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো নিজের কোনো কঠোর সিদ্ধান্ত জানাতে পারেন তামিম। সেটা হতে পারে অধিনায়কত্ব ছাড়ার, এমনকি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথাও কিছু সূত্র বলছে। এছাড়া নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে ঠিক কী হতে যাচ্ছে, সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে তামিমের বক্তব্যের পরই।
মূলত ঘটনার সূত্রপাত, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন গণমাধ্যমে এসে শতভাগ ফিট না থেকেও খেলার কথা জানান। একইসাথে জানান, খেলার পর বুঝতে পারবেন কী অবস্থানে আছেন তিনি।
তামিম ইকবালের এমন বক্তব্য দেশের ক্রিকেটে তোলপাড় শুরু করেছিল। সমালোচনায় মুখর হয়েছিল বেশিরভাগই। এই নিয়ে ক্ষুব্ধ ছিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ হাথুরুসিংহে বোর্ড সভাপতি পাপনকে ফোন করে তীব্র অসুন্তুষ্টির কথা জানিয়েছেন। সেগুলো আবার দেশের এক গণমাধ্যমে প্রকাশও করেছেন পাপন।
এছাড়াও আরও এক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গিয়েছিল ম্যাচের আগে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও কোচ হাথুরুসিংহে বৈঠকে বসেছিলেন তামিমের সাথে। সেখানে তামিমকে ফিট না থাকলেও বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে। তবে দলের অধিনায়ক হিসেবে ম্যাচ খেলা, না খেলার সিদ্ধান্ত তামিমই নিবেন বলে জানা গিয়েছিল।
সব মিলিয়ে জলঘোলা হয়েছিল। বোর্ড সভাপতি পাপনও জানিয়েছিলেন, তিনি সরাসরি আলোচনা করবেন তামিমের সাথে। তিনি জানিয়েছেন, তামিমকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি খেলবেন কী খেলবেন না। এমন অবস্থাতেই আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা দেখা দিলেও, শেষ পর্যন্ত খেলেন তামিম।
তবে প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। রান পাননি তামিম, আউট হয়েছেন দৃষ্টিকটু শটে। বৃষ্টি আইনে সেই ম্যাচে ১৭ রানে আফগানিস্তান জিতে যাওয়ায়, বিষয়টি নিয়ে আরও জলঘোলা হয়। এর মাঝেই হুট করে মধ্যরাতে গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলন করছেন তিনি। এবার দেখার পালা, সেখানে কী বলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post