নিজস্ব প্রতিবেদকঃ টানা দ্বিতীয় জয়ের খোঁজে থাকা সিলেট স্ট্রাইকার্স আজ লড়াইয়ের পুঁজি পেয়েছে। রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৮২ রান করেছে তারা। জাকির হাসান পেয়েছেন ফিফটি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। দলীয় ১৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই ওপেনার রাকিম কর্নওয়ালকে হারায় সিলেট। ৫ বলে ৪ রান করা এই ওপেনারকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান আবু হায়দার রনি।
দলীয় ১৫ রানের মাথায় আরও একটি উইকেট হারায় সিলেট। এবার জর্জ মুনসেকে বোল্ড করেন নাসুম আহমেদ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার। তার সঙ্গে যোগ দেন জাকির হাসান। দুজনে মিলে ৬২ বলে ১০৬ রানের জুটি গড়েন।
দলীয় ১২১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সিলেট। ৪৪ বলে ৫৬ রান করা রনিকে জিয়াউর রহমানের ক্যাচ বানান আবু হায়দার। ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন জাকির। আরেক প্রান্তে ১৩ বলে ২১ রান নিয়ে অপরাজিত থাকেন আরিফুল হক। অ্যরন জোন্স ৬ বলে ছক্কা হাঁকিয়েছেন তিনটি। ২০ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরায় জিয়াউর রহমান। খুলনার হয়ে আবু হায়দার ও জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট। এছাড়া নাসুম আহমেদ নিয়েছেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০