নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নবম আসরে জয় দিয়েই লিগ পর্ব শেষ করলো সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে স্ট্রাইকার্সরা।
খুলনা টাইগার্স আগে ব্যাট করতে নেমে সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৩ রান তুলে। জবাবে খেলতে নামা সিলেট স্ট্রাইকার্স ১৫ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। এই জয়ে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়েই লিগ পর্ব শেষ করলো মাশরাফীর দল।
১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেটের শুরুটা ভাল হয়নি। দ্রুত দুই ওপেনারকে হারায় দলটি। দলীয় ৬ রানে ব্যক্তিগত ৫ রানে তৌহিদ হৃদয় ফিরেন সাজঘরে। এই ওপেনারের বিদায়ের পর আরেক ওপেনার শান্তও ফিরেন দ্রুত। দলীয় ১০ রানের মাথায় তার বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় স্ট্রাইকার্সরা। ৫ বলে ৩ রান করেন এই ওপেনার।
দ্রুত দুই উইকেট হারানোর পর তিনে নামা জাকির হাসান দারুণ ব্যাটিং করেন। দলের জয় অনেকটা নিশ্চিত করেই ব্যক্তিগত অর্ধশতকে তিনি ফিরেন সাজঘরে। পাঁচ চার ও এক ছয়ে ৪৬ বলে ৫০ রান করেন তিনি। ৩৯ রান করে তার সঙ্গে দারুণ জুটি গড়েন মুশফিক। রানআউট হওয়ার আগে ৩৫ বলে চার চারে নিজের ইনিংসটি সাজান এই সিনিয়র ক্রিকেটার। তাদের দু’জনের বিদায়ের পর রায়ান বার্ল ১২ রানে ও গুলবাদিন নাইব ২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
খুলনার হয়ে নাহিদুল, সাইফুদ্দিন ও হাসান মুরাদ ১টি করে উইকেট লাভ করেন।
টসে জিতে আগে ব্যাটিং করা খুলনার প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট তুলে নেয় সিলেট। তাও মাত্র ২১ রানের মধ্যে। দ্রুত উইকেট হারিয়ে ফেলা খুলনা পুরো ম্যাচেই আর কামব্যাক করতে পারেনি।
খুলনার পক্ষে মাহমুদুল হাসান জয় ৪১ এবং নাহিদুল ইসলাম ২২ রান করার সুবাদে দলটি একশ পেরিয়ে মোটামুটি সম্মানজনক একটা স্কোর গড়ে। এই দুই ব্যাটসম্যান ছাড়া খুলনার পক্ষে আর ডাবল ডিজিটে পৌঁছান ইয়াসির আলী চৌধুরি, করতে পারেন মাত্র ১২ রান।
সিলেট স্ট্রাইকার্সের পক্ষে তানজিম সাকিব ২২ রানের বিনিময়ে ৩ উইকেট পান। এছাড়াও ইমাদ ওয়াসিম মাত্র ১০ রানে ২ উইকেট নেন। এছাড়াও রুবেল ২ উইকেট নেন ২৪ রানের বিনিময়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post