নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ১৭৭ রান করেছে গত আসরের ফাইনালিস্ট দলটি। তিনে নেমে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন জাকির হাসান।
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি চট্টগ্রামের বোলাররা। উদ্বোধনী জুটিতে সিলেটের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন মিলে যোগ করেন ৬৭ রান। জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ৩০ বলে ৩৬ রান করা শান্তকে আভিস্কা ফার্নান্দোর ক্যাচ বানিয়ে ফেরান নিহাদ।
আরেক ওপেনার মিঠুন আউট হন ২৮ বলে ৪০ রান করে। কার্টিস ক্যাম্পারের বলে ইমরান উজ্জামানের তালুবন্দি হন তিনি। ৯৫ রানে দুই উইকেট হারানো সিলেটকে পরের পথটুকু টেনে নেন জাকির হাসান ও হ্যারি টেক্টর। দুজনের অবিচ্ছিন্ন ৮২ রানের জুটিতে বড় সংগ্রহ পায় সিলেট।
জাকির ৪৩ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। ১৬২ দশমিক ৭৯ স্ট্রাইক রেটে সাতটি চার ও এক ছক্কায় এ রান করেন তিনি। টেক্টর অপরাজিত থাকেন ২০ বলে ২৬ রানে। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্পার একটি করে উইকেট নেন। ১৭৮ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করবে চট্টগ্রাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post