জাকির দিলেন আস্থার প্রতিদান, অপেক্ষার অবসান অভিষেক রাঙিয়ে

0
140

নিজস্ব প্রতিবেদক:: ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই তামিম ইকবালের ইনজুরি। আচমকা তামিমের বাদ পড়ায় বাংলাদেশের নির্বাচকরা পড়লেন বিপাকে। ওয়ানডেতে খুব একটা সমস্যা না হলেও সাদা পোশাকে বাংলাদেশ তামিমকে ছাড়া যেনো অনেকটাই ছন্নছাড়া। ক্রিকেটের মর্যাদার এই ফরম্যাটে বাংলাদেশ এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি।

সাদা পোশাকে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা, বিশেষ করে ইনিংস উদ্বোধনের শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া। নির্বাচকরা তাই ভরসা রাখলেন তরুণ জাকির হাসানের উপর। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা এই ব্যাটারের অপেক্ষা অবশেষে ফুরালো। তার আগে তৌহিদ হৃদয়ের চোটে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুযোগ পেয়ে দেড়শো উর্ধ্ব ইনিংস খেলে ম্যাচ বাঁচান। সবশেষ জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরিসহ সবচেয়ে বেশি রান করেন।

বাংলাদেশ দল তাই টেস্টে ভরসা করে জাকিরের উপর। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খুব একটা ভালো করেননি। অন্যদের ব্যর্থতার মিছিলে যোগ দেন। তবুও দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হন। ভারত যখন বিশাল রানের বোঝা কাঁধে চাপিয়ে দেয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকির দিলেন আস্থার প্রতিদান। দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে সাদা পোশাকে রঙিন শুরু করলেন তিনি।

দীর্ঘ অপেক্ষার পর যখন টেস্ট দলে ডাক আসলো সামনে তখন ভারত পরীক্ষা। আইসিসি রেঙ্কিংয়ের দুই নম্বরে থাকা দলের বিপক্ষেই অভিষেক হলো সিলেটের এ্ই তরুণের। অভিষেকেই তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। পাহাড় সম চাপ সামলে সাগরিকায় ব্যাট হাতে তিনি অবিচল। স্বপ্নের তিন অঙ্কের সংখ্যা ছুঁয়েই থামলেন জাকির হাসান।

টেস্ট ক্রিকেটে ইনিংস উদ্বোধন করতে নেমে চতুর্থ বাংলাদেশী সেঞ্চুরির কীর্তি গড়েছেন সাগরিকায় বাইশ গজে। আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল আর আবুল হাসান রাজুদের পরেই লাল সবুজের ক্রিকেট পেলো আরেক অভিষেক সেঞ্চুরিয়ান। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরির তালিকায় এই উইকেটরক্ষক ব্যাটার দ্বিতীয়।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৯ ম্যাচে৪ হাজার ১২৭ রান আর ১৩ সেঞ্চুরির সঙ্গে ১৪ হাফ সেঞ্চুরি নিয়ে টেস্ট ক্রিকেট ডাক মিলে জাকিরের। সবশেষ জাতীয় লিগে সেরা ব্যাটার, ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামথ্যের প্রমান দেন। পাহাড়সম রানের নিচে চাপা পড়ে সিরাজ, যাদব, কুলদ্বীপ, প্যাটেল আর অশ্বিনদের বোলিং মোকাবেলা করেই হাঁকিয়েছেন সেঞ্চুরি।

তৃতীয় দিন শেষে হারের শঙ্কায় পড়া টেস্টকে চতুর্থ দিন পারি দিয়ে নিয়ে গেছেন পঞ্চম দিনে। জাকিরতো অনন্যনই। প্রথম শ্রেণীর দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্নায়ুর যুদ্ধে উতরে গেছেন। নিজেকে প্রমাণ করেছেন। ১৩ চার ও ১ ছক্কার ২২৪ বলের ১০০ রানের ইনিংসটি টাইগার ক্রিকেটে ইনিংস উদ্বোধনে দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছে।

তামিমের ইনজুরিতে টেস্ট দলে ওপেনিংয়ে ডাক পড়ে। ড্যাশিং ওপেনারের সঙ্গী খুঁজে হয়রান বাংলাদেশ, হয়তো তামিমের যোগ্য সঙ্গী পেয়ে গেছে তার অনুপস্থিতিতেই। অভিষেক টেস্টেই চাপের মুখে জাকির যেভাবে ব্যাট করছেনে, সেঞ্চুরি তুলে নিয়েছেন, ওপেনিং নিয়ে বাংলাদেশের অস্বস্তি আপাতত কাটিয়ে দিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here