স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান ১২ ওভারে ২৭ রান তুলেছেন দ্বিতীয় দিনের শেষ বেলা। দুজন অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন। এর আগে ৪৪৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান, ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল। সাদমান ১২ ও জাকির ১১ রানে অপরাজিত আছেন।
বৃহস্পতিবার তৃতীয় সেশনে ১১৩ ওভার খেলে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৪৪৮ রান। ১৭১ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তাছাড়া ২৯ রানে অপরাজিত ছিলেন শাহিন আফ্রিদি। আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। সৌদ শাকিল-মোহাম্মদ রিজওয়ান জুটিকে প্রথম সেশনে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি বাংলাদেশি বোলাররা। তবে দ্বিতীয় সেশনে এসে অবশেষে উইকেটের দেখা পায় টাইগাররা।
ইনিংসের ৯৫তম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন মিরাজ। শাকিল টার্নে বলের লাইন মিস করেন। বল চলে যায় সরাসরি উইকেটকিপারের গ্লাভসে। লিটন দাস সেখানে দুর্দান্ত ছিলেন, দ্রুত উইকেট ভাঙেন তিনি। তাতে ভাঙে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে। উইকেটে এসে দ্রুত রান তোলার মনোযোগ দেন আফ্রিদি। ২৪ বলে করেন অপরাজিত ২৯ রান। অপর প্রান্তে রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন। দুই সেশনের বেশি বোলিং করে মাত্র ২ উইকেট শিকার করতে পেরেছে টাইগার বোলাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০