স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির শঙ্কায় আলোকস্বল্পতা দেখা দিয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে। ম্যাচের চতুর্থদিনের তৃতীয় সেশন শুরু হতেই আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা।
চা বিরতির পর মাত্র এক ওভার হওয়ার পরই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেল খেলা। রাওয়ালপিন্ডির আকাশে মেঘের ঘনঘটা। জ্বালিয়ে দেওয়া হয়েছে মাঠের সবগুলো ফ্লাডলাইট। তবে খেলা চালিয়ে নেওয়ার মতো আলো নেই।
৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪২ রান। জয় থেকে ১৪৩ রান দূরে তারা। জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত। এদিকে এরই মধ্যে পিন্ডি স্টেডিয়ামের মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা।
এর আগে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজে খেলেছে বাংলাদেশ। বিশেষ করে জাকির হাসান। প্রথম ৬ ওভারে ৩৭ রান তোলে টাইগাররা। এদিকে এই টেস্টে জয়ের জন্য এখনও বাকী আগামীকাল পুরোদিন। যদিও মঙ্গলবার পিন্ডিতে আছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে এই ম্যাচ জিততে পারলে প্রথমবার কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
বিদেশে এখনও পর্যন্ত লাল সবুজের প্রতিনিধিরা একমাত্র সিরিজ জয়টি ছিল ২০০৯ সালে উইন্ডিজের বিপক্ষে। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় সেবার দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ক্যারিবিয়ানরা। এদিকে চলতি পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিততে পারলে ইতিহাস গড়বে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ জিততে সফরকারীদের এখনও দরকার ১৪৩ রান। অবশ্য এখন পর্যন্ত কোনো উইকেট হারায় নি তারা। অর্থাৎ ১০ উইকেট হাতে রেখে ১৪৩ রান করতে হবে বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০