নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের সঙ্গে লড়াই করতেই ব্যর্থ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাইভোল্টেজ এই ম্যাচে মোহামেডানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির বড় জয় নিশ্চিত করেছেন নাইম শেখ ও জাকের আলী অনিক।
ফতুল্লায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডান করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানে। ফিফটি পেরোনো মাহমুদউল্লাহ রিয়াদই মোহামেডানের সর্বোচ্চ স্কোরার। রান তাড়া করতে নেমে আবাহনী ম্যাচ জিতে যায় ৮ উইকেটে ৯০ বল হাতে রেখে। তাতে ৮ ম্যাচের ৮ টিতে জিতে ১৬ পয়েন্টে ডিপিএলের শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান ৮ ম্যাচে ৬ ম্যাচ জিতে পেয়েছে ১২ পয়েন্ট।
১৯১ রান তাড়া করতে নেমে দলীয় ১৬ রানেই ভেঙে যায় আবাহনীর উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের শেষ বলে মোহামেডান পেসার আবু হায়দার রনিকে পুল করতে যান এনামুল হক বিজয়। মিড উইকেটে ক্যাচ ধরেন আরিফুল ইসলাম। ২০ বলে ২ চারে ১২ রান করেন বিজয়। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকের। জাকেরের সঙ্গে আবাহনীর আরেক ওপেনার নাঈম শেখ দ্বিতীয় উইকেটে গড়েন ১০৬ রানের জুটি। জাকের, নাঈম দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন।
৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ৬৩ করে আউট হয়ে যান ওপেনার নাঈম। জাকের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চারটি চার আর ছয় ছক্কায় ৯০ বলে ৭৮ রান করে। চলতি লিগে তার চতুর্থ ফিফটি এটি। আগের পাঁচ ম্যাচে তার রান ২১, ৭৬*, ২০, ৭৮ ও ৫৮। আজ ৬৬ বলে পঞ্চাশে পা রাখেন জাকের। ফিফটির পর তার ব্যাট থেকে ছক্কা আসে আরও তিনটি। পরে আসিফ হাসানের ওভারে একটি চার ও টানা দুটি ছক্কায় ম্যাচ শেষ করে দেন আফিফ হোসেন। আট ম্যাচে অষ্টম জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবস্থান আরও শক্ত করেছেন আবাহনী। এই জয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ খেলা নিশ্চিত করেছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post