নিজস্ব প্রতিবেদকঃ প্রায় এক বছর পর আবার জাতীয় দলে সুযোগ পেলেন বিপিএলে পাওয়ার হিটিংয়ের সামর্থ্য দেখানো জাকের আলি। মূলত আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে যান রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তার চোটে কপাল খোলে জাকেরের। আরও একবার দলে ডাক পেলেন কিপার-ব্যাটার।
আলিস ছিটকে যাওয়ায় দলে নেওয়া হয় জাকেরকে। যদিও কেউ কেউ ধারনা করেছিলেন, সুযোগ মিলতে পারে ফরচুন বরিশালের হয়ে বিপিএল শিরোপা জেতা মোহাম্মদ সাইফউদ্দিনের। কিন্তু বিসিবি বেছে নিয়েছে জাকেরকে। এমন সিদ্ধান্তের ব্যাখা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ খুব ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন। ব্যাটসম্যান জাকের আলিকে নেওয়ার একটাই কারণ আমার কাছে মনে হয়েছে, সিলেক্টর বা কোচিং স্টাফদেরও মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। এ কারণে জাকের আলিকে দলে যুক্ত করা হয়েছে।’
এদিকে সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফিনিশার হয়েই বেশিরভাগ ম্যাচ খেলেছেন জাকের। সব মিলিয়ে ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করে আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়ে গেলেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post