নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে আজ জাকের আলী অনিকের শেষের ঝড়ে মাঝারি আকারের পুঁজি পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ উইকেটে ১৪০ রান তুলেছে লিটন দাসের দল। অর্থাৎ জিততে হলে ফরচুন বরিশালকে করতে হবে ১৪১ রান। ১৬ বলে ৩৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন জাকের। তার ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়ের মার।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে কুমিল্লা। বরিশালের কিপটে ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০ রানের মাথায়ই তারা হারিয়ে ফেরে ৩ উইকেট। দলীয় ২৪ রানে সুনিল নারিনের পর ৩৮ রানে লিটন কুমার দাস ও ৪০ রানে বিদায় নেন মাহিদুল ইসলাম। নারিনের উইকেট নেন ওবেদ ম্যাককয়, লিটন ও মাহিদুল আউট হন তাইজুল ইসলামের বলে। নারিন ১৬, লিটন ১২ ও মাহিদুল করেন ১ রান।
এরপর মঈন আলি ও তাওহীদ হৃদয় মিলে ৩৬ রানের জুটি গড়ে তুলেন। হৃদয় ২৬ বলে ২৫ রানে বিদায় নিলে ভাঙে সেই জুটি। হৃদয়কে আকিফ জাভেদের ক্যাচে পরিণত করেন ম্যাককয়। ২২ বলে ২৪ রান করে মঈন শিকার হন আকিফের। এরপর আন্দ্রে রাসেল খেলেন ১১ বলে ১৪ রানের ইনিংস। তাকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল। ম্যাথু ফোর্ডে গোল্ডেন ডাকে ফিরেন মোহাম্মদ সাইফউদ্দিনের ওভারে। তাতে একশর আশেপাশে থেমে যাওয়ার শঙ্কা দেখা দেয় কুমিল্লার। কিন্তু জাকের একাই লড়াইয়ের পুঁজি এনে দেন দলকে।
জাকের ব্যাট করেছেন ২৩৭.৫০ স্ট্রাইকরেটে, যেখানে তার সতীর্থদের মধ্যে সবোর্চ্চ স্ট্রাইকরেট আন্দ্রে রাসেলের (১২৭.২৭)। এই ম্যাচটি কুমিল্লার জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও বরিশালের জন্য বেশ গুরুত্ববহ। কারণ, তামিম ইকবালের বরিশালের এখনো কাগজে কলমের হিসেবে প্লে অফ নিশ্চিত করতে পারেনি।
Discussion about this post