নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও আবহনী লিমিটেড। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আবাহনী। ম্যাচে আবাহনীর হয়ে ফিফটি হাঁকিয়েছেন জাকের আলি অনিক ও নাঈম শেখ। শেখ জামালকে জয়ের জন্য ছুঁড়ে দিয়েছে ২৫১ রানের লক্ষ্য।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নামে আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে দলটি ৯ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের কার্যকরী এক ইনিংস খেলে দলের পুঁজি বাড়াতে সহায়তা করেন জাকের আলি অনিক। ১১৯ বলে ৬ বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান অনিক। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন ইনফর্ম ব্যাটার নাঈম শেখ। এই ওপেনার এদিন ৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে আরিফ আহমেদ ৩৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন।
জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে আবাহনী লিমিটেডের হয়ে এই ম্যাচে খেলতে নামেন নাজমুল হাসান শান্ত। লিটন দাসের খেলার গুঞ্জন থাকলেও, একদিন আগেই আইপিএলে চলে যাওয়ায় সেটি আর সম্ভব হয়ে উঠেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা