নিজস্ব প্রতিবেদকঃ কেটে গেছে শঙ্কা। অষ্টম উইকেটে জাকের আলি অনিক ও রিশাদ হোসেনের ব্যাটে ইনিংস হার এড়িয়ে গেল বাংলাদেশ। শুধুমাত্র ইনিংস হারই নয়, ম্যাচও ড্র করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের জন্য যা হতাশারই। কেননা দলটি বেশ সম্ভাবনা তৈরি করেছিল জয়ের। সাত উইকেটে ফেলেও দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটের বিনিময়ে ১৮৭ রান। জাকের ৩৬ ও রিশাদ ২০ রানে অপরাজিত ছিলেন। তাদের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই রক্ষা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মাটি কামড়ে পড়ে থাকা ব্যাটিংয়ে স্বস্তি আসে টাইগার শিবিরের। ড্র’তেই নিষ্পত্তি হয় ম্যাচের।
এর আগে আজ চতুর্থ দিনে বৃষ্টি বাঁধা শেষে টাইগাররা খেলতে নামে দুপুর ১ টা ৫০ মিনিটে। ফলো অনে পড়ে আগের দিনের করা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ২ ওভারে বিনা উইকেটে ৫ রান। সেখান থেকেই দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান আবারও ব্যাট করতে নামেন।
কিন্তু, দিনের খেলার শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ দল। কেননা শুরুতেই জাকির হাসান ও সাই হাসানের উইকেট হারিয়ে বসে টাইগাররা। ৭.৪ ওভারে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার জাকির ডাক ও সাইফ ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এরপর দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দুজনে মিলে গড়ে তুলেন ৬৬ রানের জুটি। কিন্তু সেই জুটি ভাঙতেই ফের বিপাকে পড়েছে টাইগাররা। একে একে জয়, সাদমান ও অধিনায়ক আফিফ আউট হয়ে বিপদ বাড়ান দলের।
২৪তম ওভারের তৃতীয় বলে ২০ রান করা জয়কে প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন গুদাকেশ মতি। এরপর সাদমানের উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেন কেভিন সিনক্লেয়ার। এর আগে অবশ্য ফিফটি পূরণ করে যান সাদমান। ৯০ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৬৪ রানের ইনিংস। তবে উইকেটে এসে ব্যর্থ হন অধিনায়ক আফিফ হোসেন। ২ বাউন্ডারিতে মাত্র ৯ রান করেই তিনি আউট হলে বাংলাদেশ বিপর্যয়ে পড়ে।
চা-বিরতির আগে প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ দিশেহারা। চা-বিরতির আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৬ রান ৩৩ ওভারে। ম্যাচে ইনিংস হার এড়াতে হলে আরও ৪৭ রান করতে হতো। দিনের খেলা তখনও বাকি ছিল আরও ২৩ ওভার। হাতে ছিল মাত্র ৫ উইকেট।
চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে ব্যর্থ হন নাঈম হাসান ও রাজার কনকাশন বদলি নামা তানজিম সাকিব। ১৩২ রানেই ৭ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় থাকা বাংলাদেশকে নিরাপদ রাস্তা দেখান জাকের ও রিশাদ। দুজনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিই বাংলাদেশকে ম্যাচ বাঁচাতে সাহায্য করে।
উইন্ডিজের হয়ে জেয়ার ম্যাকঅ্যালিস্টার ও গুদাকেশ মতি ২টি করে উইকেট লাভ করেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা ম্যাকঅ্যালিস্টারই।
এর আগে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে ৭ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ২৬৪ রানেই অলআউট হয়ে পড়ে। ১৬৩ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়ে ফের ব্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post