নিজস্ব প্রতিবেদক:: সিলেটের পেশাদার ক্রিকেটাররা সব ধরণের ক্রিকেট বর্জন করেছেন। প্রতিষ্টিত ক্রিকেটারদের ছাড়াই ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য সিলেট জেলা দল ঘোষণা করা হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিলেট জেলা দল।
গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের কোনো ক্রিকেটারই নেই এবারের জেলা দলে। সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে রেলিগেশনের দাবিতে ক্রিকেটাররা লিগসহ সব ধরণের ক্রিকেট বর্জন করেন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের ব্যানারে। প্রতিষ্টিত ক্রিকেটাররা লিগে অংশ নেননি, তাই জেলা দলেও ডাকা হয়নি তাদেরকে।
সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেওয়া তরুণ ক্রিকেটারদের মধ্য থেকেই জেলা দলের জন্য ১৪জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন নির্বাচকেরা। আগামি শুক্রবার থেকে নড়াইল ভেন্যুতে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচ।
সিলেট জেলা দলের কোচের দায়িত্বে আছেন আল ওয়াদুদ সুইট, সহকারী কোচ পলাশ কর। ম্যানেজার আলমাস আহমদ শুকুর।
সিলেট জেলা দলের স্কোয়াড:: নূর আলম, মাজহারুল হক মাজেদ. ইমন, লিমন, রাজু. আসাদ, উমেদ, শরীফ, শাহান, নাহিদ, রাহিন, সামাদ, ইমরান ও অহিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post