জাতীয় দলকে বিদায় বললেন রামোস

0
70

স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সার্জিও রামোস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিদায় বললেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালের মার্চে খেলেছেন তিনি।

ইনজুরিতে ২০২০ সালের ইউরো ছিটকে যাওয়ার পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন রামোস। ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখা ৩৬ বছর বয়সী এ ফুটবলারের জায়গা হয়নি সবশেষ কাতার বিশ্বকাপেও।

নিজের করা টুইটে তিনি লেখেন, ‘সময় এসে গেছে, জাতীয় দলকে বিদায় জানানোর। আজকে সকালে আমি বর্তমান কোচ (লুইস দে লা ফুয়েন্তে) থেকে একটি কল পেয়েছি। তিনি জানিয়েছেন, যেমন পারফরম্যান্সই করি না কেন, ক্যারিয়ারে যত কিছুই করে থাকি না কেন, আমি  আর কখনো তার পরিকল্পনার অংশ হব না।’

স্পেনের হয়ে রেকর্ড ১৮০ ম্যাচ খেলেছেন রামোস। সর্বশেষ বিশ্বকাপে তখনকার কোচ লুইস এনরিকেও দলে রাখেননি তাঁকে। আন্তর্জাতিক মঞ্চে তিনি পা রাখেন কেবল ১৮ বছর বয়সে। এছাড়াও স্পেনের ২০০৮ ও ২০১২ সালের ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। দলকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বেও দিয়েছেন এই ডিফেন্ডার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here