স্পোর্টস ডেস্কঃ হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন টিয়ারনিস ডি ব্রুইন। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান মাত্র ৩০ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানালেন। বৃহস্পতিবার নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার খবর জানিয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া এসএটোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসে খেলেছেন ডি ব্রুইন। ২৩৮ রান করে তিনি ছিলেন যৌথভাবে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। আজ জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে জানিয়েছেন, জীবনের ‘পরবর্তী অধ্যায়ে’ মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডি ব্রুইনের অভিষেক ২০১৭ সালে। দলটির হয়ে তিনি খেলেছেন ১৩ টেস্ট ও দুটি টি-টোয়েন্টি। অবসর নেওয়া প্রসঙ্গে এই ব্যাটার বলেন, ‘আমি যা কিছু অর্জন করেছি, সেগুলির দিকে ফিরে তাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এবং পরবর্তী অধ্যায়ে মনোযোগ দেওয়ার এখনই সময়।’
ডি ব্রুইনে আরো বলেন, ‘আমি ক্রিকেটের সর্বোচ্চ স্তরে আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি এবং এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত। যেন আমার শৈশবের স্বপ্নে বসবাস করেছি, আমার নায়কদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করেছি এবং বিশ্বের বিখ্যাত মাঠগুলিতে ক্রিকেট খেলেছি। এই খেলার মাধ্যমে যেসব সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতার শেষ নেই।’
প্রোটিয়াদের জার্সিতে ২৫ টেস্ট ইনিংসে তার সেঞ্চুরি একটি, ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। সাদা পোশাকে মোট রান ৪৬৮। টি-টোয়েন্টিতে ২ ম্যাচে খেলেছেন তিনি। ২৬ রান করেছেন এই দুই ম্যাচ খেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০