নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত সভা হচ্ছে মিরপুরের হোম অব ক্রিকেটে। সোমবার সেই সভায় বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আর এর মধ্যে অন্যতম হলো জাতীয় দলের অধিনায়ক ইস্যু।
সাকিব আল হাসান বর্তমানে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন। তবে নেতৃত্বের ইচ্ছা তিনি বাদ দিয়েছেন আগেই। তার উপর সাম্প্রতিক সময়ের চোখের সমস্যা নিয়ে আবারও আলোচনায় ছিল বিষয়টি। তাই অধিনায়ক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে বোর্ড সভায়।
ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটারের নেতৃত্বের উপর আস্থা রাখতে চলেছে বোর্ড। তাই তিন ফরম্যাটেই তার কাঁধে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
তবে নেতৃত্বে শান্তকেই সবার পছন্দ, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দলকে অন্তবর্তীকালীনভাবে নেতৃত্ব দিয়েছেন শান্ত। যেখানে সফলতাও এসেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ঐতিহাসিক টেস্ট জয়, আবার নিউজিল্যান্ড সফরে তাদেরকে তাদেরই মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানোর ইতিহাস গড়ায়, বেশ জোরেশোরেই অধিনায়কত্বের আলোচনায় নাজমুল হোসেন শান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post