নিজস্ব প্রতিবেদকঃঃ বাংলাদেশ জাতীয় মহিলা দলের কোচ এ.কে.এম মাহমুদ ইমনের পিতা এ.বি. এম সাদেক আর নেই। (ইন্না…রাজিউন)
সোমবার ইফতারের আগ মুহূর্তে মজুমদারীস্থ নিজ বাসাতে মরহুম এ.বি.এম সাদেক শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মত্যু কালে মরহুমের বয়স ৮১ বছর হয়েছিলো।
মরহুম এ.বি.এম সাদেক মৃত্যুকালে তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুভগ্রাহী রেখে গেছেন।
মরহুম সাদেকের জানাযার সময় পরবর্তীতে জানানো হবে।
Discussion about this post