স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন বাংলা ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্থায়ী ব্যাটিং কোচ নয়, আপাতত আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আশরাফুল। ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর জাতীয় দলে আর ফেরা হয়নি আশরাফুল। নান্দনিক ব্যাটিং স্টাইলের জন্য বিখ্যাত এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ফিরেও সাফল্যের দেখা পাননি।
খেলোয়াড়ী জীবন শেষে কোচিং পেশায় নাম লেখান টাইগার ক্রিকেটের উত্থানের সময়কার এই তারকা। আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্সও করেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেে কোচের ভূমিকায় দেখা যায় আশরাফুল। কাজ করেছেন বিপিএলেও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রংপুুর রাইডার্সের কোচ ছিলেন আশরাফুল। এরপর বিসিবিতে ডাক পড়ে তার। বরিশাল বিভাগীয় দলের প্রধান কোচ করে তাকে ক্রিকেট বোর্ড। এবার দায়িত্ব দিলো জাতীয় দলের ব্যাটিং কোচের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































