নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের জন্য নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। আর বোলিং কোচ করা হয়েছে আন্দ্রে অ্যাডামসকে।
জানুয়ারির শুরুর দিকেই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেখানে অনেক আবেদন ছিল। কোচেরা সব ইন্টারভিউও দিয়েছেন। এরপর কোচ নিয়োগ কমিটি নাম সুপারিশ করে বোর্ড মিটিংয়ে। তবে বোর্ড মিটিংয়ে নানান যুক্তি-তর্কের আলোচনা শেষে চূড়ান্ত হয়েছে কোচেদের নাম।
ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বারমুডার সাবেক ক্রিকেটার ডেভিড হেম্প। যিনি কিনা বর্তমানে বিসিবির এইচপির কোচ হিসেবে কাজ করছেন। সবশেষ জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। অতীতে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন। পাকিস্তানের জাতীয় নারী দলেও কাজ করেছেন। তবে এবারই প্রথম পুরুষ জাতীয় দলে কাজ করতে যাচ্ছেন হেম্প।
এদিকে নতুন বোলিং কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আন্দ্রে অ্যাডামসের। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার হতে যাচ্ছেন অ্যালান ডোনাল্ডের উত্তরসূরী। অ্যাডামস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জাতীয় দলে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

হেম্প ও অ্যাডামস, এই দুজনের সাথেই আপাতত ২ বছরের চুক্তি করেছে বিসিবি। মার্চেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা দল। আর সেই সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন হেম্প ও অ্যাডামস।
Discussion about this post