স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে যোগ দিয়েছেন। এবার চন্ডিকা হাথুরুসিংহের সাথে নতুন সহকারী কোচও নিয়োগ দেওয়া হচ্ছে। শুরুতে বিদেশি কাউকেই চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এখন কাউকেই পাওয়া যাচ্ছে না। বিসিবি এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সহকারী কোচ চেয়ে। আর সেখানে শুধুমাত্র বিদেশি নয়, দেশিরাও আবেদন করতে পারবেন। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি আমরা। আশা করছি দেশি-বিদেশি আগ্রহী যারা, তারা আবেদন করবে। আরেকবার জোর দিয়ে কথাটা বলছি আমি, সাধারণত আমরা এরকম বিজ্ঞাপন যখন দি, শুধু বিদেশিরাই আবেদন করে। কিন্তু আমরা চাচ্ছি এবার দেশি কেউ যদি আগ্রহী থাকে, তারা যেন আবেদন করে।’
‘অনেক সময় কতাবার্তা শুনলে ময়, আগ্রহী কিন্তু কখনো তো আমাদের কাছে আবেদন করে না। এই দূরত্বটা দূর করতে, আমরা ঠিক করেছি…বিজ্ঞাপন দিয়ে দিয়েছি আজ এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলছি দেশি-বিদেশি যারাই এই পদের জন্য আগ্রহী, তারা যেন আবেদন করে।’ যোগ করেন পাপন।
আবেদন পড়ার পর যদি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে না পাওয়া যায়, তবে অন্য কোনো জায়গায় কাজে লাগানো হবে। সেক্ষেত্রে এইচপি, যুব দল এরকম সুযোগও রাখতে যাচ্ছে বিসিবি।
এই প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘এই পদে (সহকারী কোচ) হলে তো হলোই, যদি না হয় আমরা চেষ্টা করবো অন্যান্য জায়গায় তাদের কাজে লাগাতে। যাতে ভবিষ্যতে তারা আসতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post