স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির জায়গা পেয়েছেন পাকিস্তান দলে। জাতীয় দলে আরেকবার ডাক পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমির বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্স (সাবেক টুইটার)।
আমির সর্বশক্তিমানের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে ধর্মীয় আমন্ত্রণে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার তিনি লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যার অর্থ ‘আল্লাহর নামে, পরম করুণাময়, পরম করুণাময়’।
২০০৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোহাম্মদ আমিরের। এরপর পাকিস্তানের জার্সিতে ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট তুলে নেন। আমির ২০২০ সালের আগস্টে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২২ গজ মাতিয়েছিলেন।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফাখার জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান, জামান খান।
রিজার্ভ: হাসিবউল্লাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, আঘা সালমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post