জাতীয় দলে আরো দুই বিদেশী কোচ

0
54

স্পোর্টস ডেস্ক:: সিলেটে আগামি ২০ থেকে ২৮ মার্চ অনুষ্টিত ট্রাইনেশন সিরিজের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের জন্য আরো দুইজন বিদেশী কোচ ও একজন ফিজিও নিয়োগ দিয়েছে। জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা সহকারী কোচ হিসেবে পাচ্ছেন স্বদেশী আরো এক কোচকে। যিনি স্পেনের বার্সার একাডেমিতেও কাজ করেছেন।

বাফুফে জানিয়েছেন, জ্যান্পিশ কোচ দাভিদ গোমেসকে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। গোলকিপিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে মিশুয়ের অ্যাঞ্জেল ইগলেসিয়াস অ্যানিডোকে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে যোগেশ্বর সেন্থিল কুমারকে।

বাফুফে গণমাধ্যমে পাঠানো এক বিতৃতিতে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আগামি ২০-২৮ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ফিফা উন্ডোতে ‘ট্রাইনেশন-২০২৩’ উপলক্ষ্যে তিনজন (একজন সহকারী প্রশিক্ষক দাভিদ গোমেস, একজন গোলরক্ষক প্রশিক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল ইগলেসিয়াস অ্যানিডো এবং একজন ফিজিও যোগেশ্বর সেন্থিল কুমার) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে কাজ করবেন।’

নিয়োগ পাওয়া সহকারী কোচ এর আগে স্পেনের বার্সা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। উয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচ এবার কাজ করবেন জামাল ভুঁইয়াদের সাথে। গোলকিপিং কোচ মিগুয়েল অ্যাঞ্জেল মালয়েশিয়ান ক্লাব জোর দারুল তাজিম ফুটবল ক্লাবে কোচিং করিয়েছেন। স্প্যানিম ক্লাব সি.পি এলেতানাভিয়াতে ফিজিও হিসেবে কাজের অভিজ্ঞতা আছে আনিদোর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here