নিজস্ব প্রতিবেদকঃ শনিবার দেশের ক্রিকেটে নতুন বিস্ফোরন ঘটান খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি বস জানিয়েছেন, দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আবহ ভালো না।
ড্রেসিং রুমের পরিবেশ স্বস্তিদায়ক নয়। খেলোয়াড়দের মধ্যে গ্রুপিং চলে। তবে একদিন পরই সংবাদ সম্মেলনে গ্রুপিংয়ের কথা উড়িয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম। গণমাধ্যমকে এই তারকা জানিয়েছেন গেল ১৬-১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি কোনো গ্রুপিং দেখেননি। শেষ ছয় মাস দলের সাথে ছিলেন না, তখন কী হয়েছে তিনি জানেন না। তবে গেল তিন-চার দিন থেকে দলের সাথে আছেন, তখনও কোনো গ্রুপিং দেখেননি। তামিম মনে করেন যখনই বাংলাদেশ ভালো করে না, এই গ্রুপিং বিষয়টা উল্লেখ করা হয়।
তামিম বলেন, ‘আমাকে কাছ থেকে যারা চেনেন, আমি খুবই সোজাসাপ্টা লোক। কোনো কিছু লুকাই না, যা বলি সোজা-সাপ্টা বলবো। আপনি পছন্দ করেন আর না করেন। আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি। ১০ বছর আগেও দেখিনি। এখনও দেখি নাই। সবশেষ ৬ মাস দলের সাথে আমি ছিলাম না। এই জিনিসটা যদি ছয় মাসে ডেভেলপ্ট হয়, তা আমি জানি না।’
‘কিন্তু আমি যখন ড্রেসিং রুমে গেল ৩-৪ দিন ধরে আছি, এরকম কিছু দেখিনি। সবাই উপভোগ করছে, মজা করছি, বিপিএল কী হয়েছে, না হয়েছে…আলোচনা হয়েছে। সামনে কী হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যখনই দল ভালো করে না, এই বিষয়টা উঠে আসতেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post