স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নেই ইমরুল কায়েস। টাইগারদের এই বাঁহাতি ব্যাটার সবশেষ ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। এরপর থেকে আর কখনোই খেলা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। ২০২১ সালে একবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেলেও, আর মূল দলে সুযোগ হয়নি।
এখন তাই ঘরোয়া ক্রিকেটেই খেলে বেড়াচ্ছেন ইমরুল। মাঝে মধ্যে পারফর্ম করে আলোচনায় আসেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন, একইসাথে দলটির অধিনায়কত্বও করছেন। শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেছেন ৯২ রানের দারুণ ইনিংস। এরপর গণমাধ্যমের মুখোমুখি হলে, স্বাভাবিকভাবেই জাতীয় দলে তার ফেরা নিয়ে প্রশ্ন ছুঁড়ে যায়।
তবে জাতীয় দল নিয়ে এখন ভাবছেন না ইমরুল কায়েস। যেমন আছে, তেমনভাবেই চালিয়ে নিতে চান তিনি। ইমরুল বলেন, ‘এখানে খেলতেছি, এখানে খেলতে দেন না! জাতীয় দল দেখা যাবে… ওইটা পরেরটা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post