নিজস্ব প্রতিবেদক:: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের দলে ছিলেন। তিন ম্যাচের মধ্যে একটিও খেলেননি। না খেলেই বাদ পড়েছেন শেষের দুই ম্যাচ থেকে। আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমনরা না খেলেই জায়গা ছেড়ে দিয়েছেন সিনিয়রদের কাছে।
শেষ তিন ম্যাচের জন্য নির্বাচকেরা যে দল দিয়েছেন, সেখানে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিশ্রাম গেছেন পেসার শরিফুল ইসলাম, দল থেকে বাদ পড়েছেন আফিফ ও ইমন।
বাদ পড়া ক্রিকেটাররা বিসিবির চিন্তার মধ্যেই আছেন জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে যে, ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-২০ সিস্টেমের মধ্যেই আছে।’
বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, জাতীয় দলে সব সময় সবাইকে সুযোগ দেওয়া যায়নি। কম্বিনেশনের কারণেই অনেককে বাদ পড়ে যেতে হয় জানিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল, বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-২০’র জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম।আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সবসময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post