জাতীয় লিগে প্রথমবার রানার্সআপ সিলেট বিভাগীয় দল

0
103

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে প্রথমবার রানার্সআপ হয়েছে সিলেট বিভাগীয় দল। রংপুরের বিপক্ষে শেষ রাউন্ডের ম্যাচটি জিতলে সিলেট চ্যাম্পিয়ন হতো, তবে ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় ম্যাচটি। চার দিনের ম্যাচটির ফলাফল এসে যায় তৃতীয় দিনে।

তবে সিলেট হেরে যাওয়াতে রানার্সআপ হওয়ার সুয়োগ তৈরি হয় ঢাকার। শেষ দিনে ঢাকাও পারেনি। তাই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে জাতীয় লিগ শেষ করলো সিলেট বিভাগীয় দল। প্রথম স্তরে প্রথমবার রানার্সআপ হলো জাকির হাসানের দল।

ছয় ম্যাচে রংপুর ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সমান ম্যাচে রানার্সআপ সিলেটের পয়েন্ট ২১। তিনে থাকা ঢাকার পয়েন্ট ১৯। ৬ ম্যাচ খেলা চট্টগ্রাম ১২ পয়েন্ট নিয়ে অবনমনে নেমে গেছে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উঠেছে ঢাকা মেট্রো।

রানার্সআপ হওয়া সিলেট এবার দারুণ এক মৌসুম কাটিয়েছে। ব্যাট-বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন সিলেটের ক্রিকোররা। জাকির হাসান, আবু জায়েদ রাহী, রাজা, এবাদত, নাঈম, গালিবরা দুর্দান্ত খেলেছেন। ক্রিকেটারদের দারুণ পারফর্মে সিলেট প্রথমবারের মতো প্রথম স্তরে রানার্সআপের স্বাদ নিয়েছে।

সিলেট বিভাগীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বিসিবির সিলেট বিভাগীয় কোচ নাজমুল হোসেন। সহকারী কোচ ছিলেন মৌলভীবাজারের জেলা কোচ রাসেল আহমদ। ম্যানেজার ছিলেন সাবেক ক্রিকেটার, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here