স্পোর্টস ডেস্ক:: জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়নের পথে সিলেট বিভাগীয় দল। পাঁচ ম্যাচ খেলা সিলেট তিনটিতে জিতেছে, দু’টিতে ‘ড্র’ করেছে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা সিলেট নিজেদের ঘরের মাঠে বরিশালের মুখোমুখি হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটি জিতলেই সিলেটের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাবে।
ঘরের মাঠে বরিশাল বিভাগীয় দলের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে সিলেটের ক্রিকেটাররা পেয়েছেন দারুণ সমর্থন। গ্র্যান্ডস্ট্যান্ড পুরোটাই ছিলো সমর্থকদের দখলে। সিলেট সিলেট চিৎকারে মাঠে থাকা ক্রিকেটারদের সমর্থন দিয়ে গেছেন সমর্থকেরা। শনিবার অন্যরকম এক দিন দেখেছেন সিলেট ও বরিশালের ক্রিকেটাররা।
জাতীয় লিগে এর আগে এভাবে দর্শকদের বিপুল উপস্থিতি খুব একটা দেখা যায়নি। প্রায় সহস্রাধিক সমর্থকে মুখরিত ছিলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। সমর্থকদের খুব একটা হতাশ করেননি রাজা, এবাদত, তোফায়েল-নাসুমরা। দুর্দান্ত বোলিং করেছেন। প্রথম দিনেই বরিশালের সাত উইকেট তুলে নিয়েছেন তারা। দিন শেষে স্বাগতিক সিলেটের বিপক্ষে বরিশাল ৭৯ ওভারে ২৫৮ রান তুলেছে সাত উইকেটে।
বরিশালের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেছেন আব্দুল মজিদ। ৪৩ রান করেছেন সোহাগ গাজী। সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা একাই নিয়েছেন তিনটি উইকেট। একটি করে উইকেট শিকার করেছেন এবাদত, তোফায়েল, জাবেদ ও নাসুম।
হঠাৎ করে জাতীয় লিগের ম্যাচে এমন বিপুল সমর্থকের উপস্থিতি হয়েছে মূলত স্থানীয় সিলেট সুরমা ক্রিকেট একাডেমির কারণে। এই একাডেমির প্রশিক্ষণার্থীরা মাঠে এসেছেন নিজেদের দলকে সমর্থন জানাতে। সঙ্গে এসেছেন স্থানীয় ক্রীড়া প্রেমীরাও। একাডেমির প্রধান কোচ একরাম আহমদ বলেন, আমাদের সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হচ্ছে। তাই ক্রিকেটারদের সমর্থন জানাতে আমরা আজ মাঠে এসেছিলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০