স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ দিন থেকে সংস্কার হচ্ছে জাতীয় স্টেডিয়ামে। সাবেক বঙ্গবন্ধু স্টেডিয়ামের কয়েকশো কোটি টাকার সংস্কার কাজ শুরু করে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকার। তবে দীর্ঘ ছয় বছরেও শেষ হয়নি সংস্কার কাজ। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে দুর্নীতিরও ইঙ্গিত করেছেন তিনি। জানিয়েছেন ছয় বছরে দুই তিনটা স্টেডিয়ামই তৈরি করা হয়। সোমবার এই স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করতে এসে এসব কথা বলেছেন তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই স্টেডিয়াম সংস্কারে যে অনিয়ম হয়েছে সেটা বোঝা যায় ৫-৬ বছর লেগে যাওয়ায়। ৬ বছরে তো দুই-তিনটা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায়। আমি দায়িত্ব নেওয়ার পর স্টেডিয়াম সংস্কারের সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেটা অনুমোদন দেওয়া হয়নি। আমি বলেছি, সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।’
মার্চের মধ্যে কাজ শেষ হবে আশা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, ‘মাঠ খেলার জন্য উপযুক্ত হয়েছে। সেটা বাফুফেকে বুঝিয়ে দেওয়া হয়েছে; কিন্তু এখনো ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি আছে। সেগুলো মার্চের মধ্যে শেষ হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আবার এখানে আন্তর্জাতিক খেলাধুলা আয়োজন করা যাবে। ফুটবল ফেডারেশনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে বুসন্ধরা কিংস অ্যারেনায় গিয়ে, যেটা অত্যন্ত দুঃখজনক। সে জন্যই আমাদের অগ্রাধিকার হচ্ছে কাজটা শেষ করা। একই সাথে বাফুফেকে আমরা চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম দিয়েছি। নীলফামারী স্টেডিয়ামও বাফুফেকে বরাদ্দ দেবো যাতে উত্তরবঙ্গে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করা সম্ভব হয়। বাফুফের অবকাঠামোগত যে সমস্যাগুলো ছিল আশা করি তার সমাধান হবে।’
হোম অব ফুটবল খ্যাত জাতীয় স্টেডিয়ামের সংস্কারে দুর্নীতি খতিয়ে দেখা হবে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, ‘অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি। কাজ শেষ হোক। তারপর এটা নিয়ে আমরা তদন্ত করবো কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখতে। কি কি অনিয়ম হয়েছে, কেন সংস্কারে এতো বেশি সময় লাগলো সবই খতিয়ে দেখা হবে।’
তিনি আরো বলেন, ‘সংস্কারের জন্য দীর্ঘ সময় লাগানোতেই বোঝা যায় অনিয়ম হয়েছে। এ ছাড়া আমরা জানতে পেরেছি যে, স্টেডিয়াম সংস্কারের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বহন করার মতো অবস্থায় স্টেডিয়াম আছে কিনা। কারণ, এটা অনেক পূরনো স্টেডিয়াম। এই সব কিছুই দেখা হচ্ছে। এরপরও বলবো আমরা কাজটা শেষ করার ওপরই গুরুত্ব দিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০