নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দলে সিলেটের প্রতিনিধিত্ব করছেন মৌলভীবাজারের রুহেল। অনুর্ধ্ব- ১৭ প্রাথমিক দলের প্রায় দিনের ক্যাম্প প্রস্তুুতি ম্যাচ দিয়ে শেষ হয়েছে।
দলটির প্রস্তুুতি ম্যাচে সুযোগ পেয়েছেন সিলেটের রুহেল। করেছেন বোলিং। নিয়েছেন উইকেট।
বৃহস্পতিবার দু’দিন দিনের ম্যাচটি সম্পন্ন হয়। প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা রেড- ব্লু দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন। ম্যাচটি ড্র হয়েছে।
অনুর্ধ্ব-১৭ দলে সিলেট থেকে প্রতিনিধিত্ব করছেন রুহেল। প্রস্তুুতি ম্যাচে বোলিং করেছেন মৌলভীবাজারের এই পেসার।
১০ ওভার বোলিং করেছে রুহেল। এর মধ্যেই তিনটিই দিয়েছেন মেডেন ওভার। নিয়েছেন একটি উ্কেট। রুহেলের শিকার হয়েছেন প্রতিপক্ষের ওপেনার জুবের। ১০ ওভারে রুহেল দিয়েছেন ৩১ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০