জাতীয় ক্রিকেট দলে সিলেটের ইবাদত!‍

    0
    185

    নিজস্ব প্রতিবেদক: আগামি ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজে লম্বা এক বহর নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই বহরে সঙ্গী হচ্ছেন সিলেটের তরুণ ক্রিকেটার ইবাদত হোসেন।

    রবি পেসার হান্ট থেকে উঠে ইবাদতকে নজরে রাখতে চায় বিসিবি। যত্ম নিতে চায় এই গতিদানবের। সেই হিসেবে নিউজিল্যান্ড সফরে ইবাদত জাতীয় দলের সঙ্গী হবেন। শুধু ইবাদত নয়, তার সঙ্গী হবেন আরো একজন তরুণ ক্রিকেটার যুব বিশ্বকাপ খেলে আসা নাজমুল হোসেন শান্ত।

    ভবিষ্যত বিবেচনার জন্য এই দুই তরুণ ক্রিকেটারকে দলের সঙ্গেই রাখবে বিসিবি। চূড়ান্ত স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে থাকবেন, অনুশীলন করবেন। ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করতেই বিসিবির এই উদ্যোগ। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    জানা যায়, নিউজিল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে সপ্তাহখানেকের অনুশীলন করবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরমেটের জন্য ইতিমধ্যে বাংলাদেশ দলও চূড়ান্ত হয়ে গেছে।

    নির্বাচকরা দল চূড়ান্ত করে রেখেছেন। তা শীঘ্রই ঘোষণা করবেন। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শিবির ও নিউজিল্যান্ড সফর সামনে রেখে ভিন্ন ভাবে দলের রুপরেখা প্রস্তুুতি করে রেখেছে টিম ম্যানেজমেন্ট। যে কারণে দলে খেলোয়াড়ের সংখ্যাই হয়ে যাচ্ছে ২২ জন।

    যে কোন ফরমেটের জন্য ১৫ জনের স্কোয়াড থাকবে। আর টেস্ট, ওয়ানডে, টি-২০ ফরমেটের জন্য স্কোয়াডের অদল-বদলতো থাকবেই।

    বিসিবি নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য এবার সব ফরম্যাটের খেলোয়াড় একসঙ্গেই যাচ্ছেন নিউজিল্যান্ডে। তাঁদের সংখ্যাটা সব মিলিয়ে ২০ জন। সেই সঙ্গে ভবিষ্যৎ ভাবনায় নবাগত দুই ক্রিকেটারকেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নিয়ে যেতে চায় বিসিবি।

    তরুণ এ’দুই ক্রিকেটারকে জাতীয় দলের পরিবেশের সঙ্গে তাঁদের অভ্যস্ত করে তুলতেই এই ব্যবস্থা। ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন (শান্ত) এবং পেসার হিসেবে সিলেটের ইবাদত হোসেন চৌধুরী।

    জাতীয় দলে না হলেও জাতীয় দলের সঙ্গেই থাকবেন, ছায়া হয়ে থাকবেন সিলেটের ক্রিকেটার ইবাদত। এই সুযোগ অচিরেই হয়তো তাকে নিয়ে যাবে জাতীয় দলের দরজায়। আর সুযোগে নতুনদের কাজে লাগাতেইতো বিসিবর এমন উদ্যােগ। যাতে করে খুশিই হতে পারেন সিলেটের ক্রিকেট প্রেমীরা।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/কালে/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here