স্পোর্টস ডেস্ক: ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত খেলে নিজের সুনাম কুড়িয়ে ছিলেন পোস্টারবয় হিসেবে দারুণ সাফল্য পাওয়া জেমস রদ্রিগেজ। এরপর থেকে যেখানেই জিততেন, পিছন পিছন তার অসংখ্য ভক্তরা ছুটতেন।
অথচ দিন পাল্টে গেছে, জাতীয় দলের হয়ে না খেলায় তার স্বদেশী ভক্তরাই তাকে এখন হত্যার হুমকি দিচ্ছেন। বন্দুকের নল দিয়ে তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন খোদ স্বদেশীরাই।
জাতীয় দলের ম্যাচে পেশীর চোটে আক্রান্ত হয়ে প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে থেকে নাম তুলে নেন রদ্রিগেজ। আর এ কারণেই তাকে হত্যার হুমকি দিচ্ছেন সমর্থকেরা। রদ্রিগেজের মা পিলার রুবিওর ব্যক্তিগত টুইটার ভরে যায় খারাপ সব পোস্টে। যে পোস্টের মধ্যে ছিল হামেসের প্রাণ নেওয়ার হুমকিও। হামেসের দোষ দেশের হয়ে তিনি নামেননি।
এক কলম্বিয়া সমর্থক পোস্ট করেন, ‘আমি বন্দুক নিয়ে আসছি আপনাদের বাড়িতে। যাকে আপনি ভালবাসেন তাকে এখন থেকেই বিদায় জানানোর জন্য তৈরি থাকুন।’ আর একজন রগচটা ভক্ত আবার বন্দুক ও গুলির ছবি পোস্ট করেন। যেখানে লেখা ছিল, ‘দেখতে চান জেমসের প্রাণ নিলে ঠিক কী রকম দেখতে লাগবে?’
কলম্বিয়ার এক গ্রুপ লিজিয়ন হোক আবার সতর্কবার্তা পাঠিয়ে বলে, ‘জেমসের উপর নজর আছে লিজিয়ন হোকের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০