স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে ওয়ালটন গ্রুপ। আগামি তিন বছর ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)’র পৃষ্ঠপোষকতা করবে।
চুক্তি মোতাবেক প্রথম বছর ৫০ লাখ টাকা ও অংশগ্রহণকারী ৮টি দলের জার্সির স্পন্সর থাকবে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় বছর ৬০ লাখ টাকা ও জার্সি এবং তৃতীয় বছর ৭০ লাখ টাকা ও জার্সি সরবরাহের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন, ভাইস-চেয়ারম্যান আকরাম খান, ওয়ালটনের নির্বাহী পরিচালক জাহিদ হাসানসহ আরও অনেকে।
আগামি ২৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকার বাইরে সিলেটসহ দেশের চারটি ভেন্যুতে লিগের খেলা অনুষ্টিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০